লেক্স ফ্রিডম্যানের নেয়া মি.বিস্টের ইন্টারভিউ দেখতেছিলাম। মি.বিস্টের একটা একটা স্ট্রেটেজি ভালো লাগছে। সে ইন্ড্রাস্ট্রি থেকে এক্সপেরিয়েন্স লোক না নিয়ে ফ্রেশারদের নিজে ৫/৬ মাস ধরে ট্রেইনিং দিয়ে বানিয়ে নেয়। একসময় আমিও এসিস্ট্যান্ট প্রোগ্রামার বানানোর জন্য এই স্ট্রেটেজি ফলো করছিলাম, কিন্তু বাংলাদেশে এটা কাজ করে না। পোলাপান শিখতেই চায় না, ফ্রি শেখালে আরো ফাঁকিবাজি করে।

আরেকটা ট্রাই দেব ভাবছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।