আমাজন প্রাইম ডে ডিলে দেখলাম সনির XM4/XM5 হেডফোনগুলোতে ভালো ডিসকাউন্ট দিয়েছে। এতে ANC আছে, কানে দিয়ে নয়েজ ক্যান্সেলেশন অন করে দিলেই দুনিয়া সাইলেন্ট। এরপর একটা বৃষ্টি বা আপনার পছন্দের এম্বিয়েন্ট সাউন্ড চালিয়ে কাজে বসে যান, প্রোডাক্টিভিটি সে-ই লেভেলের বুস্ট করে।
এটারে একটা ইনভেস্টমেন্ট হিসেবে নিতে পারেন। যে পরিমান এক্সট্রা কাজ করতে পারবেন, ওয়েল ওয়ার্থি। থ্যাংকস মি লেটার!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।