অনলাইনে নানা ধরনের সাইড-ইনকামের অপশন আছে। টেকিদের জন্য বেশী, নন-টেকিদের জন্যও প্রচুর আছে। এগুলো অনেকেই হয়তো জানতো কিন্তু শেয়ার করতো না। আমি প্রথম শুরু করি এগুলো নিয়ে লেখালেখি।
অনলাইনের এই সাইড-ইনকাম নিয়ে প্রথম লেখালেখি শুরু করেছিলাম ২০০৪/০৫ এর দিকে। সামুতেও গুগল এডসেন্স নিয়ে একটা সিরিজ লিখেছিলাম; যে কনটেন্ট পরে অন্যরা কপি করে সিডি/ভিডিও বানিয়ে বিক্রি করেছিলো। এরপর দেখা গেল অনলাইনের সাইড ইনকাম নিয়ে লেখালেখির একটা জোয়ার বয়ে গেল।
এদেশে কোনকিছু জনপ্রিয় হয়ে উঠলে লোকজন সেটারে পঁচিয়ে ছেড়ে দেয়। অনলাইন ইনকাম নিয়েও তা শুরু হলো এবং প্রচুর স্ক্যাম হতে লাগলো। পরিস্থিতি এমন দাঁড়ালো যে অনলাইনে সাইড ইনকাম নিয়ে লেখাটাই রিস্কি হয়ে গেল, তাই এই বিষয়টা লেখালেখি বন্ধ রেখেছিলাম। CSAI প্লাটফর্মে এগুলো নিয়ে আবার লেখালেখি শুরু করবো, পেইড সাবস্ক্রাইবারদের জন্য।
অন্যদের প্লাটফর্ম থেকে আর্ণ করার অপশন দেখানোর পাশাপাশি টাউন-সেন্টার থেকে বাংলাদেশী একটা আর্নিং প্লাটফর্ম দাঁড় করানোর প্ল্যান আছে। কোন ধরনের টাকা-পয়সা ইনভেস্ট ছাড়াই লোকজন ইনকাম করতে পারবে এরকম একটা প্লাটফর্ম বানিয়ে রেখে দিয়েছি করোনার সময়। সব নিয়ে একবারে মাঠে নামার প্ল্যান এবছরের শেষের দিকে।
পুনশ্চঃ CSAI প্লাটফর্মের প্রথম ১০০০ সাবস্ক্রাইবারের কোটা শেষ। এবছর আমরা আরো ৯০০০ সাস্ক্রাইবার নেব। পাবলিক বেটা রিলিজের পর সেটার ঘোষণা দেয়া হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।