বাগের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে ডিসেম্বরে আপকামিং জব প্লাটফর্মের UI নিয়া বসছি। একজন প্রফেশনাল সর্বোচ্চ ৩টা রিজিউমি বিল্ড করতে পারবে। এই রিজিউমিগুলো আবার কোনটা কোথায় সাবমিট করেছে তা ট্রাক করতে পারবে।
ব্যাকেন্ড নিয়া আমি হ্যাপি কিন্তু ফ্রন্টএন্ড বা UI নিয়া সহজে হ্যাপি হইতে পারি না। এজন্য UI ডেভেলপার না হওয়ার পরেও UI এর কাজ করি (বা করার চেষ্টা করি)।
এখানে তিনটা রিজিউমি দেখা যাচ্ছে তিনটা ব্লকে। আইকনগুলির জন্য একটু হিজিবিজি লাগতেছিলো। তিন রকমের শেড দিলাম, কোনটা ভালো লাগে?
১) আবছা ধূসর
২) গাঢ় ধূসর
৩) কালারফুল
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।