থিংকার ক্যারিয়ারের ক্লোজ বেটা রিলিজ দিলাম আজকে। পাবলিক বেটা এভেইলেবল হবে ১৫ জুলাই থেকে। স্টুডেন্টদের জন্য একসেস ফ্রি এবং প্রফেশনালদের জন্য বছরে ১২ ডলার। প্রথম এক হাজার জনের পর থেকে এই ১২ ডলার রেট প্রযোজ্য হবে।

এখন পর্যন্ত ৮৪৩ জন প্রি-অর্ডার করেছেন, আরো ১৫৭ টা স্লট খালি আছে। প্রথম এক হাজার স্লট শেষ হওয়ার আগে পর্যন্ত আগ্রহীরা ইনবক্সে স্লট বুকিং দিতে পারবেন (বছরে ৩ ডলার প্যাকেজ)।

স্টুডেন্টরা ১৫ তারিখ থেকে ভার্সিটিয়ান অথেনটিকেশন দিয়ে লগইন করতে পারবেন আর বাকীদের আগামী ১৬ জুলাই থেকে ইনভাইটেশন পাঠানো শুরু হবে। আগে যারা বুকিং দিয়ে এখনো ইনভাইটেশন পাননি, তারাও ১৬ জুলাইয়ের পরে পাবেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।