এক যুগ আগে কী করতেছিলাম মনে করে দেয় যে, এটাই মনে হয় ব্যক্তিগত জীবনে ফেসবুকের সবচাইতে ভালো দিক। ফেসবুক যদি বন্ধ না হয়ে যায় এবং আমিও যদি বেঁচে থাকি, তাহলে আজ হতে ২০/৩০ বছর পর ৫০ বছর আগের স্মৃতি যে মনে করিয়ে দিবে, এটা তো একটা দারুণ ব্যাপার হতেই পারে। আমাদের বয়স যত বাড়ে স্মৃতির গুরুত্ব তত বাড়ে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।