আর্থিক সক্ষমতা না থাকার পরেও শুধুমাত্র সামাজিক মর্যাদা রক্ষায় যারা কোরবানী দেয়, তাদের কোরবানী হয় না বরং 'রিয়া' (লোক দেখানো ইবাদত) এর গুনাহ হতে পারে।

লোক দেখানো কোরবানী দেয়ার যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, এটা ঠেকানো জরুরী।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।