গরু ভালো রান্না করতে পারে এরকম রেস্টুরেন্ট খুব কম তাই রেয়ারলি কেনা হয়। ঈদের কারণে সম্ভবত কাচ্চি বিক্রি বন্ধ তাই বাধ্য হয়ে একটা রেস্টুরেন্ট থেকে ১৮০ টাকার গরুর গোস্ত কিনে দেখি স্রেফ দুই পিস গোস্ত (হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি), সাথে ইয়া বড় একটা হাড্ডি। হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি এক পিস গরু ৯০ টাকা! এই অবস্থা কি সব জায়গাতেই?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।