প্রযুক্তি গ্রহণ করা তখনই ভালো যখন আপনি এর সাথে রিলেটেড জ্ঞানও গ্রহণ করবেন, নয়তো সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিস্তারিত এখানে।


ছবিতে আমার রুমের এয়ার ইডেক্স ৩৮ ও রুমের কার্বন-ডাই-অক্সাইড ৬৮৬ দেখাচ্ছে যা স্বাস্থ্যকর। এই স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখার জন্য আমি প্রতি ৩ ঘন্টা পর পর ৩০ মিনিটের জন্য জানালা/দরজা খুলে একটা ছোট ফ্যান দিয়ে বাতাস বিন্যাস করি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।