সারভাইভাল নিয়া একটা গ্রুপ বানালাম, Survival Bangladesh নামে। এটা খুব গুরুত্বপূর্ন একটা বিষয় কিন্তু এদেশে তেমন সচেতনতা নাই। এই বিষয়টা নিয়ে আমাদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করা উচিত।

কয়েক বছর আগে GleeEra ম্যাগাজিনে একদল লেখক মিলে সার্ভাইভালের উপরে একটা ফিচার তৈরি করতে শুরু করেছিলাম। আমেরিকান মিলিটারির একটা সার্ভাইভাল গাইড এবং আরো গোটা দশেক বই থেকে মোট দুই লক্ষ শব্দের কনটেন্ট শর্ট আউট করে অনুবাদ শুরু করেছিলাম ৭জন মিলে । দুই লাখ শব্দ কিন্তু অনেক, ঢাউস সাইজের ৩ খন্ডের একটা বই হয়ে যায়। অনেকদূর কাজ এগিয়েছিলো, তারপর থেমে গেল। ভাবছি আবার শুরু করবো কাজটা।

আমাদের সামনে যে ভূমিকম্পের বিপদ অপেক্ষা করতেছে, এই বিষয়টাকে ফোকাস করেও কিছু কাজ শুরু করা জরুরী। এই গ্রুপটায় আমরা সেসব নিয়ে ধীরে ধীরে কনটেন্ট জড়ো করতে শুরু করবো। সেই সাথে সচেতনতা কার্যক্রম চলবে। আগ্রহীরা জয়েন কইরেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।