আমরা একটা অদ্ভুত প্রজন্ম। আমরা রেডিও থেকে ইন্টারনেট ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের যুগ পর্যন্ত দেখছি। পাল তোলা নৌকা থেকে হাইড্রোফয়েল, গরুর গাড়ি থেকে ম্যাগলেভ ট্রেইন ও স্টারশিপ। গত ৩০/৪০ বছরে পৃথিবী যত দ্রুত পরিবর্তন হয়েছে এর আগে কখনো তা হয়নি। আমরা এই সময়টার সাক্ষী।

ইউটিউবে মির্জা গালিবের 'আহ কো চাহিয়ে' শুনতেছিলাম। খুব ছোটবেলা পালতোলা নৌকায় চড়ার স্মৃতি আমার মনে আছে। এটা আমারে সেই সময়ে ফিরিয়ে নিয়ে গেল। বাকিটুকু এখানে...

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।