কত কম সময়ে কত বেশী শেখানো যায় সেটাই এখন বড় চ্যালেঞ্জ। তার জন্য আবার ChatGPT টাইপ জেনারেটিভ AI থেকে সরাসরি তথ্য নিলেও সমস্যা। কারণ, এতে আপনার শেখায় গ্যাপ তৈরি হবে। জ্ঞানের কোন শর্টকার্ট নাই।
গাইডলাইন ছাড়া AI টুলগুলো ব্যবহার করা নতুন শিক্ষার্থীদের জন্য বিপদজনক। এজন্য AI ব্যবহার করার নিরাপদ উপায় সিলেবাসে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবী। সবার আগে শিক্ষকদেরকে ট্রেইনিং দিতে হবে এই বিষয়ে।
এই কাজ তো সরকারের করতে হবে। বেসরকারী পর্যায়ে আমরা Town-Center থেকে দেশব্যাপি ফ্রি প্রশিক্ষন কর্মশালা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কনটেন্ট ও গাইডলাইন তৈরি হচ্ছে এখন। আগামী মাসে এর একটা রুপরেখা প্রকাশ করবো।
এসংক্রান্ত আপডেট Revolution 4.0 গ্রুপ ও আমার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হবে। আগ্রহীরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।