এই ছোট জীবনে আমার পড়া বইয়ের সংখ্যা সম্ভবত হাজার দুয়েক বা তারচাইতে একটু বেশী হবে। এর ভেতরে প্রথম এক হাজার সম্ভবত স্কুল লাইফে পড়া গল্প-উপন্যাস (ইনক্লুডিং তিন গোয়েন্দা, মাসুদ রানা, ওয়েস্টার্ন, অনুবাদ)। কলেজ থেকে সিরিয়াসলি নন-ফিকশন পড়া শুরু।
এই যে এত বই পড়ার পরেও আমার আফসোসের শেষ নাই। কারণ আমার উইশলিস্টে এখনো পাঁচ হাজার+ বইয়ের নাম আছে যেগুলো পড়ে শেষ করে যাওয়া সম্ভব না এই ছোট জীবনে। তাহলে উপায় কী?
একটা উপায় আছে।
২০১০ সালের দিকে এসে আমার মনে হয়েছিলো আগে পড়া সকল বই যদি রিভিশন দেয়া সম্ভব হতো! ট্রেডিশনাল স্টাইলে করলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাই কিছু টুল ডেভেলপ করার কথা ভাবলাম। যারা থিংকার ক্লাবের পেইড সাবস্ক্রিন ব্যবহার করছেন, তারা যে স্টাডি টুলগুলো দেখছেন— এগুলোর শুরু মূলত এই চিন্তা থেকেই। জেটেলকাস্টেন মেথডের সাথে পরিচিত হওয়ার পর এটারে আরো রোবাস্ট করেছি।
আমি যেটা ভেবেছিলাম তার সার কথা হলো— একটা বই ও কোন বিষয়রে যদি সামারি করে ফেলা যায়, তাহলে পরবর্তীতে বই বা বিষয়টা রিভিশন দিতে সময় লাগে না আর। এর সাথে Mnemonic peg সিস্টেম কাজে লাগানো গেলে তো আরো ভালো।
গত ২০ বছর ধরে আমি যা পড়েছি, সেগুলো সব জেটেলকাস্টেন মেথড ও Mnemonic peg সিস্টেমে সংরক্ষণ করেছি। এগুলো একদিন সকলের জন্য পাবলিক করে দেয়ার ইচ্ছা আছে যাতে অন্যরা খুব সহজে জ্ঞান অর্জন করতে পারেন।
পাওয়ার ও পলিটিক্স নিয়ে ম্যাকিয়াভেলি স্টাডির একটা পিডিএফ শেয়ার করলাম। একই কাজ যদি শত শত লোক মিলে করা যায়, তাহলে কী হতে পারে ভাবেন!
ক্যারিয়ার প্লাটফর্মটার স্টেবল রিলিজের পর থিংকার কিডস, টাউন-সেন্টার ডেপ্লয়ের পাশাপাশি একটা থিংক ট্যাংক প্লাটফর্ম নিয়ে কাজ শুরু করবো। আগ্রহীরা ইনবক্সে টোকা দিয়েন।