পেমেন্ট ইস্যুর কারণে ক্যারিয়ার প্লাটফর্মের ওয়েটিং লিস্টের সবাইকে এখনো ইনভাইটেশন পাঠান সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বর্তমানে শুধুমাত্র পেপ্যালে পেমেন্ট নিতে পারছি। এই সপ্তাহের ভেতরে বাংলাদেশী একটা গেটওয়ে যুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। অনাকাঙ্ক্ষিত এই দেরীর জন্য আবারো দুঃখিত!
আগামী সপ্তাহ থেকে টাউন-সেন্টারের ট্যুরে বের হবো। তার আগেই ৬১১ জনের সকলকে ইনভাইটেশন পাঠিয়ে যাবো। আগামী ৩০ জুন বেটা রিলিজের পর আরো ৩৮৯-টা স্লট ওপেন করা হবে $5/year ফি-তে। স্টেবল রিলিজের আগে পর্যন্ত এই এক হাজার সাবসক্রাইবারের মাঝেই আমরা সীমাবদ্ধ থাকবো। যারা আগে বুকিং দেননি, বেটা রিলিজের পরের স্লটের জন্য এখন থেকেই (ইনবক্সে) বুকিং দিতে পারেন।
আমাদের সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং ধৈর্য ধরে অপেক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।