ChatGPT প্রম্পট শেয়ারিং অপশনরে একটা গেমে পরিনত করা যাক। আমি একটা সিনেরিও তৈরি করে দু'টো প্রম্পটের রেজাল্ট বের করে শেয়ার দিচ্ছি (লিংক)। আপনি এই কনভারসেশন কন্টিনিউ করে এই সিনেরিওরে আরো এগিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আমার প্রথম প্রম্পটটার মত একটা প্লট দিয়ে ঘটনার মোড় ঘুরাতে পারবেন। কমেন্টে বা ইনবক্সে আপনার তৈরি করা সিনেরিওর আপডেট পাঠালে আমি আবার পাঠাবো।
এতে অংশ না নিলেও এক সপ্তাহ পর এসে সবগুলো প্রম্পটের জবাব দেখে যেতে পারেন। এটা আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে সাহায্য করতে পারে। এক সপ্তাহ পর ইনবক্সে পাওয়া সবগুলো লিংক একসাথে শেয়ার করবো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।