প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা যত বাড়বে জব মার্কেটের অবস্থা তত খারাপ হবে। কারণ, প্রম্পট ইঞ্জিনিয়াররা মূলত অন্যদের জব খেয়ে ফেলার কাজটা করে দেয়।

কিভাবে?

মনে করেন একটা বিশেষ ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এডাপ্ট করতে হবে। এই এডাপশনের জন্য ঐ বিশেষ সেক্টরের জন্য এআই ফ্রেমওয়ার্ক (ChatGPT-রে এক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক ধরে নিলাম আমরা) ইমপ্লিমেন্ট করবে। এধরনের এডাপশনে প্রম্পট ইঞ্জিনিয়ারদের প্রচুর কাজ থাকে। ফলে, প্রম্পট ইঞ্জিনিয়ার নিয়োগ বাড়ছে মানে এধরনের ইমপ্লিমেন্টেশনের সংখ্যা বাড়ছে। প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা কত দ্রুত বাড়ছে তা একটু সার্চ করলেই আপনি জানতে পারবেন।

বর্তমানে প্রম্পট ইঞ্জিনিয়ারদের স্যালারি রেঞ্জ $175k to $335k US ডলার। সিক্স ফিগার স্যালারি দিয়ে এদের রাখা হচ্ছে আলটিমেটলি খরচ কমানোর জন্য। যেমন ধরেন একটা প্রতিষ্ঠানের বাৎসরিক স্যালারি দিতে হয় ২০০ মিলিয়ন ডলার। এই খরচর ৩০% থেকে ৫০% কমানো সম্ভব হলে তারা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইমপ্লিমেন্ট করতে এক কালীন ২০০-৩০০ মিলিয়ন ডলার খরচ করতে দ্বিধা করবে না, কারণ আলটিমেটলি সেটা তাদের বিলিয়নস অব ডলার সেভ করবে। যদি কনজিউমার প্রোডাক্ট বা সার্ভিসটাইপ কোম্পানী হয়, সেক্ষেত্রে এটা তাদের কস্ট কমিয়ে মার্কেট ক্যাপচার করতে হেল্প করবে। গবেষণা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আরো ইফেক্টিভ।

একারণেই প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা এত দ্রুত বাড়ছে। এটা একটা এক কালীন বিনিয়োগ যা জব মার্কেট সঙ্কুচিত করতে থাকবে। শেষ পর্যন্ত প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদাও কমে আসবে একটা পর্যায়ে। জব মার্কেটের ক্ষেত্রে এটা একটা সাপ যা নিজের লেজ থেকে থেকে খেতে শুরু করেছে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।