এটা ছিলো আগের কালার। কেন যেন সেটিংস পেজে এটা আমারে বদার করতেছিলো তাই ধূসর করে দিলাম। এটাই ভালো ছিলো নাকি নতুনটা?
যাহোক, এই পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখনো ইনভাইটেশন পাননি তাদের কাছে দুঃখ প্রকাশ করা। আসলে এত বেশী বাগ ফিক্স করতে হচ্ছে আর কিছু এসেনশিয়াল মডিউল ডেপ্লয় করার জন্য অপেক্ষা করতে হয়েছিলো (এই যেমন পয়েন্ট মডিউলটা, যেটা মূলত এই প্লাটফর্ম থেকে আর্নিং এর একটা সুবিধা দিবে স্টেবল রিলিজের পর)।
একারণে ধীরে ইনভাইট করছিলাম। কালকে থেকে ফুল স্পিডে ইনভাইটেশন শুরু করবো আবার। আশা করি এই সপ্তাহের ভেতরে বাকী সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারবো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।