প্যারেন্টিং - ৭০
আপনার বাচ্চার ভবিষ্যত কেমন হবে? জব মার্কেটের উপরে যে AI ব্যাপক প্রভাব বিস্তার করতে যাচ্ছে; এর সাপেক্ষে তাদের ক্যারিয়ার গাইডলাইন কেমন হওয়া উচিত?
এধরনের প্রশ্নের জবাব আমরা অনেকেই খুঁজতেছি এখন। গত সপ্তাহে CNBC-র সাথে ইলন মাস্কের সাক্ষাৎকারে এরকম একটা প্রশ্ন করা হয়েছিলো। ইলন মাস্ক বেশ কিছুক্ষন চুপ করে ছিলেন। শেষ পর্যন্ত যথার্থ কোন উত্তর দিতে পারেননি। ইন্টারভিউটার ঐ অংশের লিংক দিলাম।
আমরা সকলেই তো আসলে কনফিউজড! এসব নিয়ে আমাদের প্রচুর ভাবতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে। বাচ্চাদের সঠিক গাইডলাইন দেয়ার জন্য এসব প্রশ্নের সঠিক জবাব বের করতে পারা গুরুত্বপূর্ন এখন।