যারা ক্যারিয়ার প্লাটফর্মটার জন্য অপেক্ষা করছিলেন, ২৫ মে ২০২৩ তারিখে আলফা রিলিজ হবে এবং লিস্টেড সবার ইনবক্সে ইনভাইটেশন লিংক পাঠানো হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।