আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স নিয়া এত এত আলাপ দেখে যারা ভাবতেছেন সব এত দ্রুত চেঞ্জ হচ্ছে, কী হবে? ওয়েল, মূল চেঞ্জ এখনো শুরু হয়নি। এখনো সবাই ট্রেইন করতে ব্যস্ত। ছয় মাস থেকে এক বছর পর দেখেন কী ঘটে!

পৃথিবীর সমস্ত ব্যবসা বানিজ্যে ব্যবহৃত সফটওয়্যার ও সার্ভিসগুলোর সাথে AI ইন্টিগ্রেশনের কাজ মাত্র শুরু হয়েছে। দুই/চারটা সার্ভিস আমরা এখন দেখতে পাচ্ছি যারা কিছু ইন্ড্রাস্ট্রিরে আপসাইড-ডাউন করে দিচ্ছে। এরকম অলমোস্ট সব সেক্টরে প্রভাব দেখতে পাবেন। এরপর যা শুরু হবে সেটাকে একটা দুষ্ট চক্র বলতে পারেন।

এই দুষ্ট চক্রটা অনেকটা এরকম-
১) AI এর কারণে জব হারাচ্ছে যার ফলে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে >
২) ক্রয় ক্ষমতা কমে যাওয়াতে পণ্যের দাম কমাতে হবে >
৩) পণ্যের দাম কমানোর জন্য আরো বেশী AI ব্যবহার করতে হবে >
৪) আরো বেশী AI ব্যবহার করাতে আরো জব হারাবে > (১ এ ফিরে যান)

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।