সবার তো সব বিষয়ে আগ্রহ নাই, তাই বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করার জন্য আমি কয়েকটা গ্রুপ মেনটেইন করে ফেসবুক, ডিসকোর্ড ও টেলিগ্রামে। মূলত লোকজনরে বিরক্ত না করার জন্য নিজের প্রোফাইলে সব শেয়ার করি না। তবে এরকম অনেকে আছেন যারা আমার সকল ধরনের কনটেন্ট ও শেয়ারের বিষয়ে আগ্রহী। তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করলাম।
আমি যেখানে যা-ই শেয়ার করি সেটার লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দেব। আগ্রহীরা সাবস্ক্রাইব করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিংক পেতে এখানে ক্লিক করুন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।