সতর্কতা ভালো কিন্তু প্যানিক সৃষ্টি করা ভালো না। ইংরেজীতে একটা শব্দ আছে— exaggerate যার ভালো বাংলা পরিভাষা নেই। এর কাছাকাছি একটা শব্দ হচ্ছে ‘অতিরঞ্জন’। এই exaggeration এর ফলে লোকজন পরে অসল বিপদের সময় আর পাত্তা দেয় না। এটা হচ্ছে ‘বাঘ এলো বাঘ এলো’ টাইপ ব্যাপার। পরে দেখবেন আসল দূর্যোগের সময় লোকজন আর সতর্ক হচ্ছে না।

খেয়াল করে দেখেন— গত বছর ঘূর্ণিঝড় সিত্রা নিয়ে exaggeration করায় এবছর কিন্তু ঝড়ের আগের দিন পর্যন্ত পাবলিক ওভাবে পাত্তা দেয়নি। তারপর যখন প্রচার শুরু হলো— ‘ঝড়ে সেন্টমার্টিনের একটা অংশ বিলিন হয়ে যাবে, সিডরের চাইতে ভয়াবহ হবে, ৯১ এর মত ঝড় হবে, ১২-১৪ ফুট পানির নিচে তলিয়ে যাবে’, তখন লোকজন ভয় পেয়ে বিষয়টায় মনোযোগ দিয়েছে। এটা হয়েছে গত বছরের সেই exaggeration বা অতিরঞ্জনের কারণে।
এর ফলে পরে যদি আসল বিপদের সময় পাত্তা না দেয়ার ফলে অনেক প্রাণহানী ও ক্ষতি হয়, তার জন্য দায়ী থাকবেন আপনারা যারা এখন অতিরঞ্জন করছেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।