সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি ঝড় দেখছি দুইবার। একবার সেন্টমার্টিনে আরেকবার টেকনাফে বসে। ভয়ংকর সুন্দর শব্দটার প্রকৃত অর্থ তখন বুঝতে পেরেছিলাম।



আমার সাথে Nokia E90 ছিলো। অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। ছবি আর ভিডিওতে সেই সৌন্দর্য ধরা গেল না। পরে DSLR দিয়েও ব্যর্থ হলাম। ক্যামেরায় এই সৌন্দর্যের সিকিভাগও ধারন করা যায় না। যাদের এধরনের অভিজ্ঞতা আছে তারা নেটে সার্চ করে দেইখেন, বাস্তবে যা দেখেছিলেন তার কাছাকাছি কিছু পান কিনা। আমি পাইনি কখনো (কিছু আর্ট বাদে)। এই পোস্টের সাথে দেয়া ছবিটাও একটা আর্ট, নেট থেকে নামানো।

এই পোস্ট কেন দিলাম?

কারণ কিছু মিডিয়া খামোখাই রিপোর্ট করতেছে যে লোকজন কক্সবাজার গেছে ঝড় দেখতে। আর নেটিজেনরা তাদের বকতেছে। আমার মত দুই/চারজন হয়তো আছে ঐ দলে, কিন্তু সবাই ঝড় দেখতে গিয়েছে আমার সেরকম মনে হয় না। শুক্রবারে লোকজন এমনি কক্সবাজার যায়। এরা সুযোগ পেয়ে যদি ঝড় দেখতে বীচে যায়, তাদের আমি দোষ দিতে পারি না।

তবে এদের ভেতরে যারা আগামীকাল মূল ঝড়টা বীচে দাঁড়িয়ে দেখবে, তাদের ভেতরে কিছু পাগল সুযোগ পেলেই পরবর্তী কোন ঝড় দেখতে কক্সবাজার ছুটবে এতে কোন সন্দেহ নাই। যাদের এই অভিজ্ঞতা নেই, তাদের পক্ষে এই পাগলামি বুঝা সম্ভব না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।