এই ভোর রাতে ঘুম থেকে উঠে মনে হলো লোকজনরে আরেকটু "ভয়" দেখানো যাক :P
এই যে নলেজবেসটা দেখছেন, থিংকার ক্যারিয়ারের জন্য গত ৭ বছর ধরে এটার ডাটাবেস নিয়ে কাজ করছি। ২০১৭-২০২২, ছয় বছরে যেটুকু প্রোগ্রেস হয়েছিলো, ChatGPT আসার পর গত চারমাসে তার দশগুন প্রোগ্রেস হয়েছে। আমি সবার আগে Varsitian ডট কম রিলিজ দিয়েছিলাম একাডেমিকসদের কানেক্ট করে এই ডাটাবেস ও রিলেটেড তথ্যগুলো ভেরিফাই করার জন্য। ২০১৮-তে যদি ChatGPT থাকতো, তাহলে আমার আর সেটা করা লাগতো না।
ChatGPT এখনো বাচ্চা এআই। সামনে তাহলে কী হতে যাচ্ছে, ভাবেন! তবে ভয় পাবেন না, কাজে লাগাতে পারলে আমার মত সময়ও বাঁচাতে পারবেন।