আপনি যদি নিজের পেশা সম্পর্কে যথেষ্ঠ জ্ঞান রাখেন এবং অন্যদেরকে আপনার পেশায় গাইড করতে আপত্তি না থাকে এবং একটা সাইড ইনকামের পথ খুঁজতেছেন, তাহলে ইনবক্সে টোকা দিয়েন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।