CareerSkillAi ডট কম রেজিঃ করার আগে ChatGPT জিজ্ঞেস করেছিলাম— AiSkillCareer ডট কম নিলে কেমন হয়? সে কী রিপ্লাই দিছে দেখেন। হলুদ মার্ক করা ৩ লাইন পড়লেই বুঝবেন বিপদটা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।