গতকালকে ঘোষণা দেয়া প্লাটফর্মটায় ২৫২ জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আর্লি একসেসে ২৫০ জনের বেশী সাবস্ক্রাইবার নেয়ার ইচ্ছা নাই। আগামী মাসে বেটা রিলিজের পর আবার নতুন সাবস্ক্রাইবার নেয়া হবে। তাই পোস্টটা আপাতত অনলী মী করা হলো। বেটা রিলিজের পর নতুন সাবস্ক্রাইবাদের জন্য ২০০ টাকার ফি ৫০০ টাকা করা হবে।
প্লাটফর্মটার নাম দিয়েছি Career Skill AI এবং এই নামে ডোমেইনও পেয়েছি। আমরা ক্যারিয়ার, স্কিল, এআই, জবমার্কেটসহ রিলেটেড সব কাভার করবো এখানে। একটা কম্প্লিট ক্যারিয়ার গাইডলাইন প্লাটফর্ম বানাচ্ছি।
আপাতত একটা লোগোও ডিজাইন করেছি (কমেন্টে দেয়া হলো)। আগামী সপ্তাহ থেকে আর্লি একসেসের ২৫২ জনের জন্য ইনবক্সে ইনভাইটেশন পাঠানো শুরু করবো।