পরিস্থিতি (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও জব মার্কেট) কোন দিকে যাচ্ছে তা বুঝার জন্য গত ৪/৫ মাস ধরে প্রতিদিন গড়ে ১০০+ আর্টিকেল/নিউজ পড়ছি এবং ২-৩ ঘন্টার ভিডিও দেখছি (ইনক্লুডিং ইন্টারভিউস)। তাও কী হতে যাচ্ছে তা পরিষ্কার হচ্ছে না পুরোপুরি। আমার এই পোস্ট চোখে পড়েছে এরকম কেউ কি আছেন যারা একই কাজ করছেন? ইনবক্সে আওয়াজ দিয়েন। অনেক লোক মিলে একসাথে বিষয়টা নিয়ে ঘাঁটলে সহজ হতো প্রেডিক্ট করতে ও পদক্ষেপ নিতে।
অন্যদের কাছে একটা জিজ্ঞাসা। ধরেন ৮-১০ জন মিলে আমরা প্রতিদিন গড়ে ৩-৪ ঘন্টা এর পেছনে সময় দিয়ে আপনাদের পরিস্থিতির আপডেট জানালাম এবং গাইডলাইন ও বিভিন্ন ধরনের কনটেন্ট জেনারেট করলাম, আপনারা তাতে ফান্ডিং করতে আগ্রহী? মনে করেন বছরে মাত্র ২০০ টাকা।
আগ্রহীরা পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে বা ইনবক্সে জানাতে পারেন।
পুনশ্চঃ যদি যথেষ্ঠ লোকজন আগ্রহী হয় তাহলে যারা এই টীমে কাজ করবেন, তাদের মাঝে সংগ্রহীত সাবস্ক্রিপশন ফি পারফরমেন্স অনুযায়ী বন্টন করা হবে।