যেসব কোম্পানী পৃথিবীর সবচাইতে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ডেভেলপ করেছে, IBM তাদের ভেতরে অন্যতম।
IBM এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রোডাক্ট হিসেবে IBM Watson নামে পরিচিত যার প্রথম কমার্শিয়াল এপ্লিকেশন লঞ্চ হয় ২০১৩ সালে। তারপর এক বছরেই IBM এর এম্প্লয়ী সংখ্যা এক লাফে ৫০ হাজার+ কমে যায়। হেড কাউন্ট এর এই আচমকা পরিবর্তনের জন্য তারা কোম্পানী রিস্ট্রাকচার ও ক্লাউড কম্পিউটিং-এ শিফটিং এর কারণ দেখালেও হঠাৎ করে এত লোক ছাঁটাই করেও নিজেদের কাজ কিভাবে ম্যানেজ করেছে তার সবচাইতে গ্রহনযোগ্য জবাব হলো IBM Watson.
এত বছর ধরে নিজেদের এত শক্তিশালী AI প্রোডাক্ট থাকার পরেও সাম্প্রতিক AI ডেভেলপমেন্টের প্রেক্ষিতে IBM CEO জানিয়েছে তারা আরো ৩০% কর্মী ছাঁটাই করবে আগামী কয়েক বছরের ভেতরে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।