সাতটা উপাদান আমাদের প্রতিদিন লাগে। একটা ফুড শপের ক্যাটাগরি সাজানো উচিত এই উপাদানগুলো দিয়ে। আমাদের টাউন-সেন্টারের ফুড শপে এভাবে থাকবে।
লোকজন এই উপাদানগুলো বিবেচনা করে গ্রোসারি কিনলে আমরা একটা সুস্থ-সবল ও বুদ্ধিমান জাতি তৈরি করতে পারবো। তাই, আইডিয়াটা ওপেন করে দিলাম। এই আইডিয়া অন্যরাও কপি করতে পারেন। এর ভেতরে আরো কিছু সুক্ষ বিষয়ও আছে, চাইলে পরামর্শ করতে আমার অফিসে আসতে পারেন।