ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষণা থেকে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে অটোমেশনের ফলে বর্তমান জব মার্কেটের ৮৩ মিলিয়ন (৮ কোটি+) জব বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে AI ইমপ্লিমেন্টেশন ও ম্যানেজমেন্টের জন্য নতুন জব ক্রিয়েট হবে। ধারণা করা হচ্ছে ৮৩ মিলিয়ন জব বিলুপ্ত হয়ে ৬৯ মিলিয়ন নতুন জব তৈরি হবে।

কারা ঐ ৮৪ মিলিয়নে থাকবে এবং কারা নতুন ৬৯ মিলিয়ন জবের জন্য উপযুক্ত হবে?

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স যে ৮৩ মিলিয়ন জব বিলুপ্তের কারণ হতে যাচ্ছে এ সম্পর্কে সচেতন হয়ে নতুন ঐ ৬৯ মিলিয়ন জবের জন্য নিজেরে প্রস্তুত যারা করতে পারবে, শুধুমাত্র তারাই টিকে থাকবে।

এই সচেতনতা তৈরির জন্যই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়ে আমি এত এত পোস্ট করি। যারা এখন বিরক্ত হয়ে মনে মনে গালি দিচ্ছেন, তারা একদিন নিজেদের ভুল বুঝতে পারবেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।