আজ পর্যন্ত যত লোকরে আমি ব্লক করেছি তার ভেতরে অধিকাংশই করেছি যাতে তারা আমার লেখা থেকে অফেন্ডেড না হয়। এমনকি কোন ফ্রি পরামর্শের সাথে একমত না হলেও লোকজন অফেন্ডেড হয়। পেইড পরামর্শ হলে অফেন্ডেড হতো না হয়তো… ????
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।