প্রতিটা ব্যাক্তিরই কিছু না কিছু দেয়ার আছে। সময়-সুযোগের অভাব ও নানাবিধ কারণে সবাই নিজে থেকে তা দিতে পারে না। একটা প্লাটফর্ম লাগে এরকম লোকদেরকে সুযোগ দেয়ার জন্য।
আমি এরকম একটা প্লাটফর্ম তৈরির চেষ্টায় আছি। কতটুকু সফল হবো তা সময় বলে দিবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।