চ্যারিটি ফাউন্ডেশনগুলো কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই নিজেদের সমস্ত আয়-ব্যায় ও একটিভিটিসরে ট্রান্সপারেন্ট করতে পারে। থিংকার ক্লাউড থেকে এরকম একটা সিস্টেম তৈরি করে ফ্রি বিতরন করবো কিনা ভাবছি।

একটা ফাউন্ডেশন কিভাবে কত টাকা কালেকশন করলো এবং যারা ডোনেট করলো তারা অনলাইন থেকেই চেক করতে পারলো তার টাকাটা মূল ফান্ডে যোগ হয়েছে কিনা এবং সেটা কোথায় কিভাবে খরচ হলো, এরকম একটা ইনফরমেশন সিস্টেম। প্রতিটা টাকার হিসাবে এখানে ট্রান্সপারেন্ট হবে।

এরকম কিছু বানালে সফটওয়্যার/অ্যাপরের জন্য টাকা নেব না, ফ্রি বিতরন করবো। এটা আমার একটা চ্যারিটি হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।