আবহাওয়ার এই প্রেডিকশন যদি ঠিক থাকে এবং ২৩ এপ্রিলের আগে বৃষ্টি না হয়, তাহলে খুবই বাজে একটা অবস্থা তৈরি হবে। ১৮-১৯-২০, এই তিনদিন বাসা থেকে বের হওয়াই রিস্কি হয়ে যাবে। এই এক সপ্তাহের জন্য হোম অফিস ঘোষণা দিলে ভালো হতো।
হিট স্ট্রোক এর ব্যাপারে সতর্ক থাইকেন আপনারা। আর বারান্দায় বাটিতে পানি রাইখেন, পাখিদের জন্য।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।