এডুকেশন সিস্টেম কেমন হওয়া উচিত? (৫)
চতুর্থ পর্বে প্রশ্ন করা সম্পর্কিত কিছু আলাপ ছিলো, স্ক্রিনশটে যুক্ত করা হলো।
শিক্ষার্থীরা যে ChatGPT ব্যবহার করে চিট করতেছে, এই চিটিং ঠেকানোর একটা উপায় হতে পারে এই প্রশ্ন সিস্টেম। এক্ষেত্রে উত্তর না বরং শিক্ষার্থীদের করা প্রশ্নের উপরে মূল্যায়ণ করা হবে।
কোন একটা টপিক পড়ানোর পর শিক্ষার্থীদের বলা হবে প্রশ্ন করো। সেই প্রশ্ন করার পর তারা ChatGPT থেকে এর উত্তরও খুঁজে বের করবে। প্রয়োজনে শিক্ষক সাহায্য করবে।
শিক্ষার্থীরা কী প্রশ্ন করছে এবং কেমন প্রশ্ন করতে পারছে, সেটা দেখে তার নলেজের ডেপথ বের করা হবে। এটা অনেকটা ওপেনবুক এক্সাম টাইপ হবে। বইয়ের পরিবর্তে শিক্ষার্থীরা ইন্টারনেট/ChatGPT ব্যবহার করতে পারবে।