গবেষকরা একটা ভার্চুয়াল দুনিয়া বানিয়ে সেখানে OpenAi (ChatGPT) পাওয়ারড ২৫টা আর্টিফিশিয়াল ক্যারেক্টার ছেড়ে দিয়েছে এরা কী করে দেখার জন্য।
ক্যারেক্টারগুলো রাতে ঘুমাতে যায়, সকালে উঠে নাস্তা খায়, কফি বানায়, একে অপরের সাথে দেখা হলে কুশল বিনিময় করে, জব করতে অফিসে যায়, ছবি আঁকে, লাঞ্চ-ডিনার করে, পরেরদিনের কাজকর্মের প্ল্যান করে ঘুমাতে যায়।



সিমুলেশনটার একটা রেকর্ডেড সংস্করণের লিংক দিলাম কমেন্টে। এখানে ক্লিক করুন

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।