ইউটিউবার, টিকটকার ও কনটেন্ট ক্রিয়টরদের ভবিষ্যত যে কত খারাপ, তা আমার এই স্টিল ফটো + হাতে লেখা স্ক্রিপ্ট দিয়ে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে তৈরি করা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা Revolution 4.0 গ্রুপে আপলোড করেছি, এখানে ক্লিক করুন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।