প্যারেন্টি - ৬৪
আপনার বাচ্চারা কী বই পড়ছে, কী কনটেন্ট কনজিউম করছে, তা মনিটর ও নিয়ন্ত্রন করা জরুরী। এই নিয়ন্ত্রনের বেলায় আপনেকে বেশ কৌশলী হতে হবে। এই কৌশলগুলো নিয়ে বিশদ আলোচনা করবো পরে। আপাতত কমেন্টে আপনার জানা কোন কৌশল শেয়ার করতে চাইলে— ওয়েলকাম!
ভার্সিটি লেভেলের ছেলে-মেয়েদের কনটেন্ট আপনি নিয়ন্ত্রন করতে পারবেন না ঠিকই, কিন্তু ছোটবেলা থেকে প্রপার প্যারেন্টিং দিলে এবং কাদেরকে বন্ধু বানাচ্ছে সেটা নিয়ন্ত্রন করতে পারলে ইনডাইরেক্টলি সেটাও ঠিক থাকে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।