আম যেভাবে আমরা বাগান থেকে সরাসরি কিনি, তরমুজও এভাবে কেনার উদ্যোগ নিতে পারেন আপনারা। তাহলেই শুধু কৃষক বেঁচে থাকবে এবং আমরা ন্যায্য মূল্যে তরমুজ পাবো। অন্যসব কৃষি পণ্যেও এটা শুরু করতে হবে ধীরে ধীরে। এভাবেই একদিন সিন্ডিকেট ভেঙে পড়বে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।