ইলন মাস্ক তার কথা রেখেছে। টুইটারের এলগরিদম ওপেনসোর্স করে দিয়েছে। হাউ এক্সাইটিং...

এখন কী হবে? অন্যরা টুইটারের অল্টারনেটিভ বানিয়ে ফেলতে পারবে? হা হা~ কখনোই না! একটা প্লাটফর্ম বানানোর জন্য টেকনোলোজিই একমাত্র জিনিষ না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।