কে যেন আমার AirPods Pro এর একটা পার্ট চুরি করে নিয়ে গেছে। নেয়ার সময় আবার হুবহু নকল একটা রেখে গেছে। চোরায় জানে না এটা আমার ফোনের সাথে পেয়ার করা ছিলো এবং Find My Phone অন করা ছিলো। নেটওয়ার্ক কানেক্টেড কোন ফোনে এটা কানেক্ট করা মাত্র আমি তার লোকেশন দেখতে পাবো।
আমি যদি এটা ফেরত আনতে নাও যাই, আজীবন তার লোকেশন ট্রাক করতে পারবো। ফিলিং স্পাই স্পাই হা হা
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।