গত চারমাস ছিলো আমার জীবনের দ্রুততম মাস। দু'টো কারণে— যার একটি হচ্ছে ChatGPT. নিজের ডেইলি প্ল্যানারের একটিভিটিস লগের দিকে তাকিয়ে আমি নিজেই অবাক হয়ে যাই, কী পরিমান সময় আমি এর সাথে পার করেছি! এর কারণে থিংকার ক্লাউড ও টাউন-সেন্টারের রিলিজ ডেট তিনবার পিছিয়েছি। আসলে এমন কিছু কাজ ছিলো যেগুলোর জন্য বিশাল একটা টীম তৈরি করে আমাকে কাজ করতে হতো। ChatGPT আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে যার ফলে দুই/তিনশ লোকের কাজ আমি একাই করে ফেলতে পারছি (মূলত ডাটা রিলেটেড)।
ChatGPT এখনো বাচ্চা। আগামী সপ্তাহে এর চতুর্থ ভার্সন আসতে যাচ্ছে। GPT 3.5 সংস্করণের সাথে চতুর্থ সংস্করণের ব্যবধান অনেক।
GPT 3.5 -তে ছিলো ১৭৫ বিলিয়ন ML প্যারামিটার, চতুর্থ সংস্করণে যা বেড়ে দাঁড়াচ্ছে ১০০ ট্রিলিয়ন ML প্যারামিটারে।
এছাড়াও মাল্টিপল মিডিয়া টাইপ নিয়ে কাজ করতে পারবে। মাত্র চার মাসে এতটুকু প্রোগ্রেস, ভয়াবহ!
ChatGPT-র সাথে একটা কথোপকথনে জিজ্ঞেস করেছিলাম সে নিজেকে নিজে ইমপ্রুভ করতে পারে কিনা। ব্যাটা অস্বীকার করলো। চ্যাটের স্ক্রিনশটগুলো কমেন্টে তুলে রাখছি। চতুর্থ সংস্করণ রিলিজের পর একই আলাপ আবার করে দেখবো, তুলনা করার জন্য।
পঞ্চম সংস্করণে এর প্রোগ্রেস কেমন হতে পারে, তাই ভাবছি!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।