চিনিগুড়া চালের দাম যদি ১৪৫ টাকা থেকে ৫০০ টাকা হয়ে যায় এবং আপনার ক্ষমতা আছে বলে কোন আওয়াজ না করে কিনতে থাকেন, এবং সেটা দেখে বাজারের সকল চালের দাম দ্বিগুন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সোসাইটির অন্যদের প্রতি অবিচার করলেন।
যাদের দ্বিগুন দাম দিয়ে মোটা চাল কেনার ক্ষমতা নেই তাদের প্রতি অন্যায় করা হলো এখানে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।