লেখালেখি ট্রেনের মতন। একবার থামিয়ে দিলে আবার শুরু করা কঠিন, সময় লাগে। শত ব্যস্ততার মাঝেও এজন্য কখনো লেখা বন্ধ রাখি নাই। ফেসবুকে হোক বা নিজের ডায়েরিতে, লিখে গেছি। সেই প্রাইমারি স্কুল থেকেই। কিন্তু; মিটিং এমনই এক বস্তু, আপনি কিছু আর লিখতে পারবেন না। প্রতিদিন ৩/৪টা অনলাইন/অফলাইন মিটিং করতে করতে আমার লেখক স্বত্বা মারা যাচ্ছে।

হ্যাশট্যাগঃ পৃথিবীর সবচাইতে আনপ্রোডাক্টিভ কাজ হচ্ছে মিটিং।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।