Town-Center.net হতে যাচ্ছে পৃথিবীর প্রথম ট্রু ডিস্ট্রিবিউটেড সোশ্যাল মিডিয়া যার অথেনটিকেশন বাদে আর কোন ডাটাই আমরা সংরক্ষণ করবো না। ইউজারের ডাটার দায়িত্ব তার নিজের। ব্যবহাকারীরা তাদের ফ্রেন্ডদের সাথে পিয়ার-টু-পিয়ার কমিউনিকেট করবে। আমরা স্টোরেজ সলিউশন আর হোম সার্ভার বিক্রি করবো অবশ্য, কিন্তু সেটার একসেসও আমাদের হাতে থাকবে না। ঘরে ঘরে সার্ভার গড়ে তুলবে সবাই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।