রাজনৈতিক বিশ্লেষন দেয়ার সবচাইতে সহজ উপায় হচ্ছে অর্থনীতি সম্পর্কে কোন জ্ঞানই না রাখা। আপনি অর্থনীতি সম্পর্কে যত বেশী জানবেন, রাজনৈতিক বিশ্লেষন দেয়া তত কঠিন হয়ে যাবে। বিশেষ করে বিশ্ব-রাজনীতি নিয়া কোন আলাপে। কারণ, রাজনীতি বুঝার জন্য যে কয়টা বিষয়ে জ্ঞান থাকা লাগে, অর্থনীতি তার ভেতরে অন্যতম ও প্রধানতম।
হ্যাশ ট্যাগঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হলো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।