মিডিয়া তো ইলন মাস্করে ধুয়ে দিছিলো ৮ ডলারের টুইটার ব্লু ভেরিফিকেশন টিকের জন্য। অথচ, ইলন টুইটার কেনার অনেক আগে থেকেই টুইটার ব্লু পেইড ছিলো। এখন ফেসবুক নিয়া দেখেন, স্পিকটি নট! যাহোক, ওয়েলকাম টু পেইড সোশ্যাল মিডিয়া এরা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।