Ai (ChatGPT) রে তাতিয়ানা এগুলো জিজ্ঞেস করছে বসে বসে। ক্লাশ থ্রিতে থাকতেও ওর জিজ্ঞাসা, আমাদের বইয়ে বিজ্ঞানের কিছু নেই কেন? আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এখন ওর সেই জানার অভাব পুরণ করতেছে।

সামনের দিনগুলোতে Ai পড়ালেখার ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতেছে, আমাদের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকরা কি তার জন্য প্রস্তুত? সেরকম মনে হচ্ছে না এখন পর্যন্ত। আর কিছুদিনের ভেতরেই ক্লাশরুমে শিক্ষকরা শিক্ষার্থীদের এমন সব প্রশ্ন ও আলোচনার সন্মুখীন হতে যাচ্ছেন যা সম্পর্কে তারা হয়তো এখনো ভাবছেন না।

বাচ্চারা কিন্তু Ai ব্যবহার করে খুব দ্রুত অনেককিছু শিখে যাবে এখন। এরপর ওরা ক্লাশরুমে বোর হবে এবং শিক্ষকরা কিছুই জানে না ভাবতে শুরু করবে। সুতরাং নিজেদের আপডেট করতে শুরু করেন আপনারা। আমাদের পাঠ্যবই এই জেনারেশন এক্সরে কিন্তু স্যাটিসফাই করতে পারবে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।