আমার ব্রাউজারের একটা ট্যাবে সবসময় ChatGPT ওপেন থাকে এবং সারাদিনই এটা ব্যবহার করা হয় বলতে গেলে। বেশী ব্যবহার করলে এরা ঘন্টা খানেকের জন্য আর ব্যবহার করতে দিতো না, বলতো- আপনি গত এক ঘন্টায় খুব বেশী ব্যবহার করে ফেলছেন। গত দুইদিন ধরে একবারেই ঢুকতে দিচ্ছে না। এবং পাশে পেইড সাবসক্রাইবারদের জন্য লগইন অপশন দেখাচ্ছে। ChatGPT আমার এতই কাজে লাগে যে বছরে ২৪০ ডলার দিয়ে আমি এটা সাবসক্রাইব করার কথা ভাবছি।
"If something is free, ‘you’ are the product" বলে বেড়ানো লোকগুলো কী ভাবছে জানা গেলে ভালো হতো। আপনাদের এইসব কনস্পিরেসি আর ফালতু একটিভিজমের জন্য ফেসবুকের মত ফ্রি প্লাটফর্মগুলোও একদিন বন্ধ হয়ে যাবে এবং কোন কিছু্ই আমরা আর ফ্রি পাবো না। সেইদিনের জন্য রেডি থাইকেন আপনারা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।